রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপের বিশ্ব ভ্রমণ

বিশ্বকাপের বিশ্ব ভ্রমণ

ফিফার নিয়ম অনুযায়ী শুধু সাবেক চ্যাম্পিয়ন ও রাষ্ট্রপ্রধানদের ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। এটি অস্থায়ীভাবে বিজয়ী দলের জন্য রাখা হয়। পরে একই ধরনের একটি ট্রফি জয়ী দলের কাছে দেওয়া হয়। আসল ট্রফি চলে যায় ফিফার কাছে...

বিশ্বের ৫০টির বেশি দেশ ও অঞ্চল ঘুরে ১৩ নভেম্বর ফুটবল বিশ্বকাপের আসল ট্রফি কাতারে পৌঁছায়। এবারের বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ শুরু হয় মে মাসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। ২০২২ বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসহ অন্যান্য দেশেও এটি নেওয়া হয়। ফুটবল বিশ্বকাপের ট্রফি অন্যান্য দেশে নেওয়ার রীতি চালু হয় ২০০৬ সালে। ট্রফি অন্যান্য দেশে নেওয়ার ফলে ফুটবলভক্তরা এটি দেখার সুযোগ পায়। মোট ৩২ দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি এখন থেকে ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি এবং ফিফার তত্ত্বাবধানে থাকবে। ফিফার নিয়ম অনুযায়ী শুধু সাবেক চ্যাম্পিয়ন ও রাষ্ট্রপ্রধানদের ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। এটি অস্থায়ীভাবে বিজয়ী দলের জন্য রাখা হয়। পরে একই ধরনের একটি ট্রফি জয়ী দলের কাছে দেওয়া হয়। আসল ট্রফি চলে যায় ফিফার কাছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর