রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সব মামলারই পুনর্বিচার চাইবে আসামি পক্ষ

সব মামলারই পুনর্বিচার চাইবে আসামি পক্ষ
বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর দেলাওয়ার হোসাইন সাঈদী এবং গোলাম আযমের বিরুদ্ধে চলমান মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারাধীন সব মামলারই পুনর্বিচার (নতুন করে শুরু) চাইবে আসামি পক্ষ। আর সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন করবেন তার আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে আজ এ আবেদন করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর ট্রাইব্যুনাল-১ এ চলমান মামলাগুলোর কার্যক্রম কোন অবস্থান থেকে শুরু করতে হবে তা নিয়ে আইনজীবীদের মধ্যে মতানৈক্য রয়েছে। বেলজিয়াম প্রবাসী আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমদ জিয়াউদ্দিনের সঙ্গে স্কাইপি কথোপকথনের জের ধরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক গত মঙ্গলবার পদত্যাগ করেন। তার পদত্যাগকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর অভিযুক্ত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ওই ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলোর পুনর্বিচার দাবি করেন। এরপর গত ১২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদও অনুরূপ দাবি জানিয়ে বলেন, বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর এই ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর কার্যক্রম তামাদি হয়ে গেছে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। সাংবাদিকদের তিনি বলেন, ট্রাইব্যুনালে মামলার বিচার কাজ যে পর্যন্ত এগিয়েছে, সেখান থেকে শুরু করতে আইনগত কোনো বাধা নেই। এ দিকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সাঈদীর বিচার নতুন করে শুরু করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিচারপতি নিজামুল হকই একমাত্র বিচারপতি, যিনি ট্রাইব্যুনাল-১ এ বিচার প্রক্রিয়ায় প্রথম থেকে ছিলেন। তিন সদস্যের ওই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য আগেই রদবদল হন। সাকা চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে আসামি পক্ষের প্রতি যা হয়েছে তাতে এখানে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই আমরা বিচারপতি নিজামুল হকের করা মামলার পর্যায়গুলো স্থগিতের আবেদন জানাব। তবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ বিষয়ে বলেন, বিচারপতি নিজামুল হক যেখানে শেষ করেছেন, সেখান থেকেই পুনর্গঠিত ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করবেন। বিচার প্রক্রিয়া নতুন করে শুরু করার কোনো সুযোগ নেই। প্রসিকিউটর অ্যাডভোকেট হায়দার আলী বলেন, মামলার কার্যক্রম পেছানোর ব্যাপারে আইনগত কোনো সুযোগ নেই। বর্তমান অবস্থান থেকেই বাকি কার্যক্রম শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বতমান আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও আবদুস সুবহান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।

সর্বশেষ খবর