রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২ ০০:০০ টা

খালেদা জিয়াকে আটকে রাখার অভিযোগ

সাভার স্মৃতিসৌধে যাওয়ার আগে কৌশলে ৪৫ মিনিট আটকে রাখা হয় বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বলে দলের পক্ষে অভিযোগ করা হয়েছে। এর পর বিরোধীদলীয় নেতার প্রোটোকল গাড়িটি সকাল ৬টার দিকে গুলশান থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে ৪৫ মিনিট আটকে রেখে পরে গাড়িটি আবার খালেদা জিয়ার গুলশানের বাসায় নিয়ে আসা হয়। এর পর তিনি সাভারের উদ্দেশে রওনা হন। গতকাল ভোর থেকেই তার গুলশানের বাসভবনে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। এ অভিযোগ করেন দলের মুখপাত্র তরিকুল ইসলামসহ চেয়ারপারসন কার্যালয়ের কর্মকর্তারা। গুলশান থানা পুলিশের ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিরাপত্তার জন্য এটা করা হয়েছে। চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান জানান, বিএনপি বেগম খালেদা জিয়া সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার পূর্ব মুহূর্তে সকাল ৬টায় পুলিশ এসে প্রোটোকল গাড়িটি গুলশান থানায় নিয়ে যায়। পরে পৌনে এক ঘণ্টা দেরিতে গাড়িটি বাসার সামনে নিয়ে আসা হয়। এরপর তিনি সাভারের উদ্দেশে রওনা হন। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ৯টায় চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন খালেদা জিয়া। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা তার সঙ্গে ছিলেন।

সর্বশেষ খবর