রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

জাহাঙ্গীরের পরিণতি কি ইলিয়াসের মতো

ফখরুল ইসলাম আলমগীর

জাহাঙ্গীরের পরিণতি কি ইলিয়াসের মতো

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে গুম করা হয়েছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাহাঙ্গীরকেও এম ইলিয়াস আলীর মতো গুম করা হলো কি না জাতি জানতে চায়। ক্ষমতাসীনদের নানা অপতৎপরতার বিরুদ্ধে আসন্ন গাজীপুর সিটি নির্বাচনেও জনগণ ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করবে বলে মন্তব্য করেন তিনি। গতকাল বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করে। দক্ষিণের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক পিয়াস করিম, প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি শ্যামা ওবায়েদ, ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে গায়ের জোরে, পেশিশক্তি দিয়ে, কৌশলে ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করে। এ ক্ষেত্রে তিনি '৭৩-এর নির্বাচন, এ সরকারের আমলের ভোলা, ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন এবং সর্বশেষ আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের উদাহরণ টানেন। বিএনপির মুখপাত্র অভিযোগ করেন, যুবলীগের নেতা জাহাঙ্গীর আলম নির্বাচনে দাঁড়ালে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাকে তুলে নিয়ে যান গণভবনে। এখন তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিপক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যুক্তি দিচ্ছেন, তা অমূলক ও ভিত্তিহীন বলে দাবি করেন ফখরুল। আবার তত্ত্বাবধায়ক এলে দুই নেত্রীকেই জেলে যেতে হবে- প্রধানমন্ত্রীর এ ধরনের যুক্তির পাল্টা জবাব দিয়ে ফখরুল বলেন, 'তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সনি্নবেশিত হলে সত্যিকারার্থে চুরি, দুর্নীতি না করলে এ ধরনের কিছু হবে না।' প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আমরা গণতন্ত্রের পথেই আছি। দয়া করে আপনি গণতন্ত্রের পথে ফিরে আসুন।' তারেক রহমানকে ভবিষ্যৎ রাজনীতির ধারক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলা, মিথ্যা প্রচারণার মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে। তারেক রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। তাকে নিয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে কোনো লাভ নেই। তিনি সময় মতো দেশে আসবেন। সংসদে অশালীন বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের জন্য লজ্জার।'

 

 

সর্বশেষ খবর