রবিবার, ২৩ জুন, ২০১৩ ০০:০০ টা

হাইব্রিড চেহারায় মানুষ বিরক্ত

হাইব্রিড চেহারায় মানুষ বিরক্ত

ডিজিটাল ও হাইব্রিট নেতাদের চেহারা দেখে মানুষ বিরক্ত। জনগণ আমাদের কাজ দেখে আগামী নির্বাচনে ভোট দেবে, নেতাদের ডিজিটাল চেহারা দেখে নয়। জনগণ ভোট দিয়ে আমাদের খুশি করেছে। আমাদের কাজ দিয়ে জনগণকে খুশি করতে হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জেলার বেগমগঞ্জ উচ্চবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, যেসব জনপ্রতিনিধি জনস্বার্থকে উপেক্ষা করে অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে। আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবে না। দেশে এখন নেতার ভিড়ে কর্মী খুঁজে পাওয়া যায় না। অনুষ্ঠানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষকরা রাজনীতি করবেন না। যদি শিক্ষকরা রাজনীতি করেন, তাহলে শিক্ষকতা করবে কে। অনুষ্ঠানে তিনি শিক্ষকদের রাজনীতি না করার আহ্বান জানান।- নোয়াখালী প্রতিনিধি

 

 

সর্বশেষ খবর