শনিবার, ১৩ জুলাই, ২০১৩ ০০:০০ টা

যে মুখগুলো সরকারের দায় তারা সরে দাঁড়ান

মোহাম্মদ নাসিম

যে মুখগুলো সরকারের দায় তারা সরে দাঁড়ান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, যে মুখগুলো সরকারের জন্য দায়, তারা সবাই নিজে থেকেই সরে দাঁড়ান। আপনাদের দায় সরকার নিতে পারে না। গতকাল রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধে আইন করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, রাজনীতিতে ধর্মের অপব্যবহার বন্ধ করতে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব থাকতে পারে না। তিনি বলেন, আমাদের ভুলত্রুটি থাকতে পারে। তা ধরিয়ে দিন। কিন্তু এ জন্য এমন শক্তিকে ক্ষমতায় আনবেন না, যারা দেশকে তালেবান বানাবে। নেতা-কর্মীদের উদ্দেশ করে নাসিম বলেন, সামনে কঠিন সময়। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করতে হবে। এ জন্য আমাদের কাজ করতে হবে। তবেই মেঘের আড়াল থেকে সত্য বেরিয়ে আসবে। বিশ্বজিৎ হত্যাকাণ্ড প্রসঙ্গে সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচার করতে হবে। পদ্মা সেতু প্রসঙ্গে নাসিম বলেন, আর পরীক্ষা-নিরীক্ষা না করে পদ্মা সেতুর কাজ শুরু করুন।

সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, শিক্ষক নেতা মোহাম্মদ শাহজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার রানা প্রমুখ।

 

 

সর্বশেষ খবর