রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

বিপর্যয়ের জন্য বিএনপি-জামায়াত দায়ী : প্রধানমন্ত্রী

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফল খারাপ হওয়ার জন্য বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, হরতাল আর বোমাবাজির মতো কর্মকাণ্ডকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসির ফলাফলের মূল কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

ফলাফল জানার পর প্রধানমন্ত্রী বলেন, এবার রেজাল্ট খারাপ হয়েছে। এ জন্য ছাত্রছাত্রী বা শিক্ষকদের দোষ দিচ্ছি না। যারা শিক্ষার মর্যাদা বা গুরুত্ব বুঝতে চায় না, তারা নিজস্ব স্বার্থে হরতাল ডেকে ছেলেমেয়েদের ক্ষতি করে দিল। বিএনপি-জামায়াত-শিবিরকে জনগণের কাছে জবাব দিতে হবে, কেন তারা ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট করল। তার পরও পরীক্ষার্থীরা বিএনপি-জামায়াতকে তোয়াক্কা করেনি। এর ফলে শিক্ষার্থীদের প্রচণ্ড চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। অনেকের ফল ভালো হয়নি। এসব কারণে এবার পাসের হার কিছুটা কম। এর জন্য দায়ী কিছু অবিবেচক ও দায়িত্বহীন রাজনৈতিক ব্যক্তিত্ব।

সর্বশেষ খবর