রবিবার, ৪ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

রোশনারা আলীর উদ্যোগ

রোশনারা আলীর উদ্যোগ

যুক্তরাজ্যের বৃহৎ ব্যাংক কোম্পানি 'বার্কলেস ব্যাংক'-এর মানি ট্রান্সফার অ্যাকাউন্ট চালু রাখার দাবিতে ১৫ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছেন লন্ডনের বেথনাল গ্রিন ও বো এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট শ্যাডো মিনিস্টার বাংলাদেশি বংশোদ্ভূত রোশনারা আলী এমপি। ১৫ হাজার স্বাক্ষর সংবলিত একটি পিটিশন ১১ আগস্ট বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে জমা দেবেন তিনি। সম্প্রীতি বার্কলেস ব্যাংক তাদের ব্যাংকের সব মানি ট্রান্সফার অ্যাকাউন্ট তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বাংলাদেশের সঙ্গে বৈধ পথে মানি ট্রান্সফার ব্যবসা হুমকির মুখে পড়েছে। এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরকার ও ব্যাংকের ওপর চাপ প্রয়োগ করার জন্য এমপি রোশনারা আলী গণস্বাক্ষরসহ একটি পিটিশন ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন।

 

 

সর্বশেষ খবর