শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

প্রভু হওয়ার চেষ্টা করবেন না

প্রভু হওয়ার চেষ্টা করবেন না

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিদেশি বন্ধুদের বলতে চাই, আপনারা আমাদের বন্ধু, বন্ধু হয়েই থাকুন। প্রভু হওয়ার চেষ্টা করবেন না। রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি। নির্বাচন কমিশনের উদ্দেশে নাসিম বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে বলব, আপনারা স্বাধীন একটি শক্তিশালী কমিশন। কারও পরামর্শ শুনবেন না। প্রয়োজনে সংসদ আপনাদের আরও শক্তি দেবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে আওয়ামী তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান নির্বাচন কমিশন সাড়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন সম্পন্ন করেছে। একটি নির্বাচন নিয়েও কেউ অভিযোগ করেনি। কমিশন মানুষের আস্থা অর্জন করেছে। লজিস্টিক সাপোর্ট ছাড়া তাদের আর কোনো সহযোগিতা দরকার নেই। বিএনপিকে প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসুন। জনগণের কাছে থাকতে চাইলে জামায়াত-শিবির, হেফাজতকে ছাড়ুন। তাহলে হয়তো জনগণ আপনাদের আস্থায় নিতেও পারে। আর তা না হলে আপনারা ইতিহাসের অাঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। অহেতুক মাঠ গরম করবেন না। হেফাজতকে মাঠে নামাবেন না। সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে দেন। আগামী ১২ তারিখ থেকে সংসদ বসছে। সব বিষয় নিয়েই সেখানে আলোচনা হবে। সংবিধানের ৫৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বর্তমান প্রধানমন্ত্রী। তিনি নির্বাচিত একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এতে অংশ নিতে চাইলে প্রস্তাব দিন। সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, তাঁতী লীগের আহ্বায়ক এনাজুর রহমান প্রমুখ। -নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর