শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

সমালোচনার মুখে হেমা মালিনী

সমালোচনার মুখে হেমা মালিনী

নারীদের নিরাপত্তা ও ধর্মভীরুতা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের বিজেপি নেত্রী ও ড্রিমগার্লখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। গত বুধবার শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, মেয়েদের কোথাও একা যাওয়া উচিত নয়। সবকিছু হাল্কাভাবে নিয়ে মেয়েরা যখন যেখানে খুশি চলে যেও না। তাতে যা কিছু ঘটতে পারে। তোমায় কেউ আটকেও রাখতে পারে। এমন কিছু করা উচিত নয়, যা করলে ঈশ্বরও তাদের রক্ষা করতে পারবেন না। হেমামালিনী আরও বলেন, মেয়েদের সব ধরনের ধর্মীয় গোঁড়ামি থেকে বের হয়ে আসতে হবে। আমরা দ্রৌপদীর মতো ধর্মভীরু বা পবিত্র নই যে তিনি আমাদের সব সময় রক্ষা করবেন। বলিউডের এই ড্রিমগার্লের বক্তব্যের পরপরই নড়েচড়ে উঠেছেন বোদ্ধারা। তাদের মতে, হেমার মতো একজন প্রগতিশীল অভিনেত্রীর কাছে এরকম বক্তব্য আশা করা যায় না। তার নিজেরও দুটি মেয়ে রয়েছে। এমনকি নিজ দল বিজেপির নেতা-নেত্রীরাও তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

 

 

সর্বশেষ খবর