শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৩ ০০:০০ টা

হাসিনার গণেশ উল্টে যাবে

হাসিনার গণেশ উল্টে যাবে

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, অচিরেই শেখ হাসিনার গণেশ উল্টে যাবে। এমনকি সংসদে নাম লেখানোর মতো কেউ নাও থাকতে পারে। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল দিগন্ত টেলিভিশন আয়োজিত প্রতিবাদ অবস্থান ও মানববন্ধনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, 'আপনারা বিকল্প নির্বাচনের কথা বলছেন, সে পদ্ধতিতে গেলে আপনাদের অস্তিত্বই থাকবে না।' চ্যানেলের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গোড়া, বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ এতে অংশ নেন। কাদের সিদ্দিকী আরও বলেন, 'জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে যেভাবে শেখ হাসিনা হাত মিলিয়েছেন, তাতে মুসলমান নারী হিসেবে তিনি আর মুসলমান থাকেন না।' দিগন্ত টিভি খুলতে হলে আদালত কিংবা জনতার আদালতে যেতে হবে বলে মত দেন কাদের সিদ্দিকী। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, 'নির্বাচনের কোনো বিকল্প নেই। অনেকেই বলেন, নির্বাচন হবে না। নির্বাচন হতেই হবে। তবে সে নির্বাচন হবে নির্দলীয় সরকারের অধীনে। আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। এ জন্যই সংবিধান পরিবর্তন করেছে। এমন কায়দায় পরিবর্তন করেছে যাতে আবারও ক্ষমতায় আসতে পারে।' ক্ষমতাসীনদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আন্দোলনের এমন কর্মসূচি দেওয়া হবে, যার মাধ্যমে সরে যেতে বাধ্য হবেন। রাজনীতির মূল সে াত থেকে হারিয়ে যাবেন। আন্দোলনের তোড়ে ভেস্তে যাবে জোরপূর্বক ক্ষমতায় থাকার অভিলাষ। কাজেই সময় থাকতে সাবধান হোন।'

- নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর