শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

দুর্নীতি প্রমাণিত হলে হাসান-হোসেনও রেহাই পাবেন না

দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, পদ্মা সেতু দুর্নীতিতে জড়িত থাকার গন্ধ পেয়েছে বলেই কানাডা পুলিশ আবুল হাসান চৌধুরীর নামে মামলা করেছে। দুদকের তদন্তেও আবুল হাসান চৌধুরীর নাম রয়েছে। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তদন্তের তালিকায় রয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও। তদন্তে দোষী প্রমাণিত হলে হাসান-হোসেন কেউই রেহাই পাবেন না।

গতকাল রংপুরে দুর্নীতি প্রতিরোধবিষয়ক সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল জলিল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে মামলা করা হবে। রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধবিষয়ক আলোচনা সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস। সভায় দুদক চেয়ারম্যান বলেন, দুনীতি দমন কমিশন পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে। সরকার বা বিরোধীদলীয় কোনো ব্যক্তি দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবার সহযোগিতা পেলে খুব শীঘ্রই রংপুরকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় দুদকের মহাপরিচালক ড. শামসুল আরেফিন, রংপুর বিভাগীয় কমিশনার দেলওয়ার বখত্, পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক ইকবাল বাহার, দুদক রংপুর সমন্বিত জেলার উপ-পরিচালক আবদুল করিম বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, সাংবাদিক, এনজিও কর্মী এবং আইনজীবীরা অংশ নেন।

সর্বশেষ খবর