বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

গণতন্ত্র গভীর সংকটের মুখে

সিএম শফি সামি

গণতন্ত্র গভীর সংকটের মুখে

দেশের রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় সংলাপ। গণতন্ত্রের অন্যতম মৌলিক উপাদান হচ্ছে সমঝোতা। এক্ষেত্রে মতাদর্শের ভিন্নতা অবশ্যই থাকবে। কিন্তু সেই ভিন্নতা সত্ত্বেও আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন গণতান্ত্রিক দেশে একটা জাতীয় সমঝোতা ও ঐকমত্য স্থাপিত হয়। আর সেভাবেই মোটামুটি একটি সমন্বিত চিন্তাধারায় দেশ পরিচালিত হয়। বাংলাদেশে এসব অনুপস্থিত। সে কারণেই গণতন্ত্র এখন গভীর সংকটের মুখে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ও কূটনীতিক সিএম শফি সামি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ কথা বলেন। তিনি বলেন, 'আমি মনে করি, দেশে এই মুহূর্তে সংলাপের মাধ্যমে বিভিন্ন মতের সমন্বয় সাধন করা অত্যন্ত প্রয়োজন। কারণ গণতন্ত্র এক বিরাট সংকটের সম্মুখীন। দেশ ও জাতির অর্থনৈতিক অগ্রযাত্রাও একটি গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সব রাজনৈতিক দল, সব গণতান্ত্রিক শক্তি, সংলাপ ও আলাপ-আলোচনার মাধ্যমে এই সংকট থেকে দেশকে উদ্ধার করতে পারে। পারস্পরিক মতাদর্শে শ্রদ্ধা প্রদর্শন করে সবাই একটি সমঝোতায় আসবেন, আমি এই কামনা ও প্রার্থনা করি।' সাবেক এ কূটনীতিক বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি, ভিন্নমতাবলম্বী হলেও গণতান্ত্রিক শক্তিসমূহ একে অপরের প্রতিপক্ষ নন। আমরা যে দুর্যোগের সম্মুখীন হয়েছি, সেই দুর্যোগই হচ্ছে সব গণতান্ত্রিক শক্তির প্রতিপক্ষ। সব গণতান্ত্রিক, রাজনৈতিক দলকে সম্মিলিতভাবে এ দুর্যোগের মোকাবেলা করতে হবে।' তিনি বলেন, 'সংলাপ ও সমঝোতাই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায়। পৃথিবীর বড় অনেক দেশে বড় বড় রাজনৈতিক সমস্যা সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। আমি গভীরভাবে বিশ্বাস করি, সব রাজনৈতিক সমস্যা সদিচ্ছাপ্রসূত সংলাপের মাধ্যমে সমাধান করা যায়।'

 

 

সর্বশেষ খবর