বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

দাওয়াত বহাল আছে

দাওয়াত বহাল আছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বহাল আছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একবার দাওয়াত করেছেন। বিএনপি এখন আবার দাওয়াত চাচ্ছে। একবার সাধিলে খায় না, আরেকবার সাধিলে খায়- বিএনপির এখন এ অবস্থা হয়েছে।

আশরাফ বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া দাওয়াত বহাল আছে। যখনই আসতে চাইবেন ফোন করে জানাবেন। উনি (খালেদা) যদি চান আবারও দাওয়াত দিতে আমাদের কোনো আপত্তি নেই। একবার কেন? শতবার দাওয়াত দিতে পারি।

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ সফল করতে গণভবনে গতকাল অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, অ্যাডভোকেট রহমত আলী, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, এ বি তাজুল ইসলাম, আবদুল মান্নান খান, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃণালকান্তি দাসসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা, ঢাকার সংসদ সদস্য এবং মহানগরের অধীন থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

 

 

সর্বশেষ খবর