সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

বিষ ইনজেকশনে পুলিশ কর্মকর্তা খুন, স্ত্রী গ্রেফতার

বিষ ইনজেকশনে পুলিশ কর্মকর্তা খুন, স্ত্রী গ্রেফতার

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে শাহ আলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে পূর্ব মনিপুরের ১০৫০/৩ নম্বর কাঁঠালতলার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী রহিমা সুলতানা রুমিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেবিকা। 
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিমা সুলতানা বিষাক্ত ইনজেকশন দিয়ে স্বামী হুমায়ুন কবিরকে হত্যার কথা স্বীকার করেছেন। এ হত্যাকাণ্ডে রহিমা সুলতানাসহ তিনজন অংশ নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন তারা। মিরপুর থানার ওসি (তদন্ত) মইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হুমায়ুন কবির ও রহিমা সুলতানা দম্পতির মধ্যে কলহ চলছিল। এ কারণেই হয়তো পূর্বপরিকল্পিতভাবে হুমায়ুন কবিরকে হত্যা করা হয়েছে। নিহতের ভাই আলমগীর হোসেন বাদী হয়ে রহিমা সুলতানাসহ তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে রহিমার পরিচিত জনৈক মিষ্টি এবং তার স্ত্রী রিয়া পলাতক রয়েছেন। গতকাল ভোরে হুমায়ুনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। হুমায়ুনের পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদ জানান, হত্যার কারণ হিসেবে রহিমা জানিয়েছে, বিভিন্ন বিষয়ে হুমায়ুনের সঙ্গে তার ঝগড়া হতো। কারণে অকারণে হুমায়ুন তাকে মারধর করত। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর