শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
বাজার দর

বেড়েছে চাল ডাল মুরগির দাম

বেড়েছে চাল ডাল মুরগির দাম

অনির্দিষ্টকালের অবরোধ দুই দিনের জন্য স্থগিত হলেও রাজধানীর নিত্যপণ্যের বাজারে চাল, ডিম ও ব্রয়লার মুরগির দাম ফের বেড়েছে। মানভেদে চালের দাম কেজিতে বেড়েছে ১ থেকে ৩ টাকা। ডিমের দাম হালিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। গতকাল এক হালি মুরগির ডিম বিক্রি হয়েছে ২৮ টাকায়। গত সপ্তাহে ছিল ২৬ টাকা। সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পিয়াজের দাম কেজিপ্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা।

গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানভেদে সাধারণ ও চিকন চালের দাম বেড়েছে। গতকাল স্বর্ণা ৩৮, বিআর (২৮) ৩৬, পাইজাম ৪৮, নাজির ৫০-৫২ টাকায় বিক্রি হয়। এ ছাড়া ১৩০ টাকা কেজি দরের ব্রয়লার মুরগি চলতি সপ্তাহে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। দেশি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০০-৩২০ টাকায়। ভারতীয় পিয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা। গত সপ্তাহে ছিল ৫০। আর দেশি পিয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। গত সপ্তাহে ছিল ৫০। এ ছাড়া মৌসুমি সবজির দাম কমেছে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। কাঁচা মরিচ ৫০, বেগুন ৩০-৩৫, টমেটো ২০, শসা ৩০, মুলা ১৫, নতুন আলু ১৮-২০, গাজর ২৮-৩০, করল্লা ৫০ টাকা দরে বিক্রি হয়। প্রতি পিস মাঝারি আকারের ফুলকপি ২০, বাঁধাকপি ২০-২২ টাকা দরে বিক্রি হচ্ছে। লালশাক, কলমিশাক, লাউশাক, পালংশাক, মুলাশাক, পুঁইশাক, ডাঁটাসহ নানা ধরনের শাকের আটি ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হয়। চায়না বড় রসুন ৮০-৮২, দেশি রসুন ৭০, চায়না আদা ১১৫-১২০, ইন্দোনেশিয়ান আদা ১৩০, শুকনা মরিচ ১৮০, হলুদ ১২০, হলুদের গুঁড়া ১৮০, মরিচের গুঁড়া ২১০-২২০ ও ধনে ৮৫ টাকা কেজি বিক্রি হয়। আটা (প্যাকেট) ৩৭-৩৮, ময়দা ৪৫, দেশি মসুর ডাল ১১৬-১২০, ভারতীয় মসুর ৮০, খেসারি ৪৫, খোলা চিনি ৪৬-৪৮ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি লিটার সয়াবিন খোলা ১১০-১১২ ও বোতলজাত সয়াবিন ১২২ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া মাছের সরবরাহ বেড়েছে। দামও তুলনামূলক কম। গতকাল বড় আকারের ইলিশ ৭০০-৭৫০, মাঝারি ৪৫০-৫০০ ও ছোট আকারের ২৫০-৩০০ টাকায় বিক্রি হয়। রুই বড় প্রতি কেজি ৩২০-৩৫০, কাতল ২৫০-২৮০, বোয়াল ১৬০, তেলাপিয়া ১৩০-১৫০ টাকায় বিক্রি হয়। সাগরের মাছ কোরাল কেজি ৩৫০ টাকা। গরুর মাংস ২৮০ ও খাসির ৪৫০-৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 

সর্বশেষ খবর