শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

দিল্লি থেকে মার্কিন কূটনীতিক বহিষ্কার

ভারতে ফিরলেন দেবযানী

দেবযানীকে নিয়ে বিরোধের জেরে ভারত সরকার এবার যুক্তরাষ্ট্রকে নয়াদিল্লির মার্কিন দূতাবাস থেকে একজন কূটনীতিককে প্রত্যাহার করে নিতে বলেছে। ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র থেকে দেবযানী ভারতে রওনা দেওয়ার পর নয়াদিল্লি এ আহবান জানাল। অবশ্য ভারতের কিছু গণমাধ্যম দাবি করেছে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে ভারত বহিষ্কারই করেছে। বিবিসি জানায়, স্থানীয় কয়েকটি খবরে বলা হয়েছে, ভারত দেবযানীর সম-পদমর্যাদারই একজন মার্কিন দূতকে দিল্লির দূতাবাস থেকে সরিয়ে নিতে বলেছে যুক্তরাষ্ট্রকে। এই সিদ্ধান্তের কারণে নয়াদিলি্ল-ওয়াশিংটন সম্পর্কে বেশ তিক্ততার সৃষ্টি হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক ও রাজনীতি বিশ্লেষকরা। ভারতের এক সরকারি কর্মকর্তা বলেছেন, ওই মার্কিন কূটনীতিক দেবযানী সংশ্লিষ্ট মামলায় জড়িত। তবে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন দূতাবাসও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ভারতের ফিরলেন দেবযানী : ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার, দেহ তল্লাশি ও অভিযোগ নিয়ে মাসখানেক ধরে চরম কূটনীতিক টানাপড়েনের মধ্য দিয়ে চলছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক। মামলা চলা অবস্থায় গতকাল রাতে নয়াদিল্লি পৌঁছান দেবযানী। এর আগে ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে দেবযানীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে যুক্তরাষ্ট্র সরকার। তবে দায় থেকে মুক্তির কূটনৈতিক অধিকার বলে তিনি চাইলে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে পারবেন বলে জানানো হয়। পরিচারিকার বেতনসংক্রান্ত বিতর্কে দেবযানীকে নিউইয়র্কের ডেপুটি কনসাল জেনারেলের পদ থেকে সরিয়ে জাতিসংঘে ভারতীয় দূতাবাসে নিয়োগ করা হয়। কিন্তু ২০ দিন পার হয়ে গেলেও যুক্তরাষ্ট্র এখনো দেবযানীর ভিসার আবেদনে ছাড়পত্র দেয়নি। ওই ভিসা দেওয়া হলে পরবর্তীকালে যে কোনো ধরনের গ্রেফতারি এড়ানো সম্ভব হবে তার পক্ষে। গত মঙ্গলবার তার বিরুদ্ধে চলা মামলার শুনানি এক মাসের জন্য পিছিয়ে দেওয়ার আবেদন জানান দেবযানীর আইনজীবী ড্যানিয়েল আরশ্যক। বৃহস্পতিবার সে আবেদন খারিজ করে দেন মার্কিন আদালত। এর পরই দেবযানীকে ভারতে ফিরিয়ে আনতে জাতিসংঘ থেকে দিল্লিতে বদলির সিদ্ধান্ত নেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এএফপি, এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর