শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

মন্ত্রী হব কিনা ভেবে দেখছি

মন্ত্রী হব কিনা ভেবে দেখছি

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, দশম জাতীয় সংসদে সরকারের গঠিত মন্ত্রিপরিষদে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সংসদ সদস্যরা মন্ত্রী হবে কি হবে না সেটি এখনই বলা যাচ্ছে না। পার্টির নীতি-নির্ধারকরা এ ব্যাপারে ভেবে দেখছেন আসলে জাতীয় পার্টি বিরোধী দলে থেকে জাতীয় সরকারের মন্ত্রিপরিষদে যোগ দেবে কি না। তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে তিনি এ কথা বলেন। গতকাল দুপুরে হেলিকপ্টারে মির্জাগঞ্জ মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের মাজার জিয়ারতের উদ্দেশে পেঁৗছান জাপা মহাসচিব। দরগাহ শরিফে মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তিনি আরও বলেন, দশম সংসদের এমপি হিসেবে শপথ নিয়ে সবার জন্য দোয়া চাইতে মাজার শরিফে এসেছি। আগামী দিনগুলোতে যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারেন। তিনি বলেন, আগামী দিনে আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় পার্টি তা মনে প্রাণে আশা করে। এ সময় মহাসচিবের সহধর্মিণী বরিশাল-১ আসনের এমপি নাসরিন জাহান রত্না আমিন তার সঙ্গে ছিলেন। জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতারাসহ পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) এ এম হায়দার আলী, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, ওসি আবির মোহাম্মদ হোসেনসহ কর্মকর্তারা মহাসচিবের মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ খবর