শিরোনাম
শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

নতুন সরকারের পাশে থাকবে রাশিয়া

ভারতের পর বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ইতিবাচক মন্তব্য করল রাশিয়া। আগামীকাল গঠন হতে যাওয়া নতুন সরকারের সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এ ছাড়া নতুন সরকারকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছে তারা। বাংলানিউজ।
৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা ইতার-তাস এ তথ্য জানায়। বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে রাশিয়া জানায়, বাংলাদেশে যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে রাশিয়া গঠনমূলক অংশীদারিত্বে তার সঙ্গে কাজ করবে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি সরকার এবং বিরোধী দল স্থিতিশীলতা নিশ্চিত এবং দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার জন্য সংবিধানের মধ্যে থেকে কাজ করে যাবে। পাশাপাশি দেশের প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনেও দুঃখ প্রকাশ করে রাশিয়া।

সর্বশেষ খবর