বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
ঘাটাইলে প্রশিক্ষণ মহড়ায় বিস্ফোরণ

দুই সেনা ও চার বিজিবি সদস্য নিহত, আহত ১০

দুই সেনা ও চার বিজিবি সদস্য নিহত, আহত ১০

টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মাইজারচালা ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে দুই সেনাকর্মকর্তা ও তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ চলাকালে গোলা বিস্ফোরণ হয়ে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর সেক্টরের বিজিবি ৮২ মিলিমিটার মর্টার ফায়ার করার সময় ব্যারেলের ভেতরের গোলা তাৎক্ষণিক বিস্ফোরণ হয়। এতে আহতদের ঘাটাইল সিএমএইচে নেয়ার পর দুই সেনা কর্মকর্তা ও তিন বিজিবি সদস্য মারা যান। দুর্ঘটনায় মারা যাওয়া সেনা ও বিজিবি সদস্যরা হলেন ঘাটাইল সেনানিবাসের ৪ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মঞ্জুর, রাজেন্দ্রপুর সেনানিবাসের ২০ বেঙ্গলের সিনিয়র ওয়ারেন্ট অফিসার পারভেজ, দিনাজপুর সেক্টর বিজিবির ল্যান্স নায়েক মোহাম্মদ আলী, সিপাহী একরামুল ও সিপাহী সুফিয়ান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক নূর ইসলাম জানান, প্রশিক্ষণ চলাকালে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি মর্টার শেল বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘাটাইল থানার ওসি ফজলুল কবীর জানান, ৮২ মিলিমিটার একটি মর্টার শেল চালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মুহসিন রেজা জানান, ঘাটাইলের সামরিক প্রশিক্ষণ এলাকায় ভারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, এটা ছিল বিজিবির বার্ষিক প্রশিক্ষণ। ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রশিক্ষণ আজ শেষ হচ্ছে। দিনাজপুরের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, জয়পুরহাটের ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এবং ফুলবাড়ির ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। মুহসিন রেজা জানান, নিহত তিন বিজিবি সদস্য জয়পুরহাট থেকে প্রশিক্ষণ নিতে টাঙ্গাইল গিয়েছিলেন। আর নিহত দুই সেনা সদস্য ফায়ারিং রেঞ্জ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ঘটনায় আহত ১০ জনকে প্রথমে ঘাটাইল সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে গুরুতর সাতজনকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচে পাঠানো হয়। এরা হলেন_ দিনাজপুর সেক্টর বিজিবির সিপাহী পলাশ, সিপাহী জিন্নাহ, সিপাহী আনোয়ার, সিপাহী ফিরোজ, সিপাহী রিয়াজ, সিপাহী আলতাবুর ও সিপাহী আজিজ। পরে বিকাল ৪টার দিকে আহত আরও চারজনকে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে। এরা হলেন মেজর ফরহাদ, সিপাহী জাহিদ, সিপাহী শাহজাহান ও সিপাহী আজাবের। এদিকে নিহত চারজনের লাশ হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল বিকালে এক বিজ্ঞপ্তিতে দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। দুর্ঘটনার খবর শোনার পরপরই বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ দুর্ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের জানান, সেখানে বিজিবির বার্ষিক গোলাবর্ষণের প্রশিক্ষণ চলছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবির আহত সদস্যদের হেলিকপ্টারে ঢাকায় নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি দুর্ঘটনা বলে মন্তব্য করেন তিনি।

 

সর্বশেষ খবর