বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

তাজরীন চেয়ারম্যানের জামিন বাতিলের শুনানি ২৭ ফেব্রুয়ারি

অগি্নকাণ্ডের মামলায় তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিলের বিষয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পিপি খন্দকার আবদুল মান্নান এ আবেদন করেন। আবেদনে বলা হয়, হাকিম আদালতের আদেশে আসামিকে গৃহিণী উল্লেখ করা হয়েছে। কিন্তু মামলার এজাহার ও অন্যান্য কাগজপত্রে আসামি তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান। তাই হাকিম আদালতের ওই জামিনের আদেশ সঠিক নয়। এছাড়া এ আলোচিত মামলার আসামিকে জামিনে মুক্তির আদেশ দেওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই আসামির জামিন বাতিল করা হোক। এ বিষয়ে পিপি অফিসে কর্মরত পুলিশের সমন্বয়কারী নূরুল আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, প্রাথমিক শুনানি শেষে জামিন বাতিলের আবেদনটি গতকাল ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মজিদ গ্রহণ করে অধিকতর শুনানির জন্য ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এর আগে ১০ ফেব্রুয়ারি তাজরীন ফ্যাশনের চেয়ারম্যান মাহমুদা আক্তারকে জামিন দেন ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন পলাশ।

গত বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে অগি্নকাণ্ডে ১১১ জন নিহত ও দুই শতাধিক আহত হন।

সর্বশেষ খবর