বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান

ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান

বাংলাদেশকে একটি কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সর্বস্তরে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি বলেন, এ দেশে আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে জনস্বার্থ মামলার গুরুত্ব অপরিসীম। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী প্রমুখ। প্রধান বিচারপতি ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

 

সর্বশেষ খবর