বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

সাকিবের দাম সাড়ে তিন কোটি

সাকিবের দাম সাড়ে তিন কোটি

আইপিএল নিলামে বাংলাদেশে সাকিব আল হাসানকে নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়েছিল কাল। শেষ পর্যন্ত দিল্লি ডেয়ার ডেভিলসকে হারিয়ে জয় পেয়েছে কোলকাতা নাইট রাইডার্সের। সাকিবকে ২ কোটি ৮০ হাজার রুপি দিয়ে কিনেছে শাহরুখ খানের দল। বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। গত দুই বছরও কোলকাতা নাইট রাইডার্সের হয়েই খেলেছেন দেশসেরা এই তারকা অলরাউন্ডার। ২০১১ সালে সাকিবকে ৩ কোটি ৩০ টাকা দিয়ে কিনে নিয়েছিল কেকেআর।

এবার আইপিএলের নিলামে বাংলাদেশের সাকিব-তামিমসহ মোট সাত ক্রিকেটারের নাম ছিল। কিন্তু কাল প্রথম দিন সাকিব ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার বিক্রি হয়নি। সাকিবের বেইজ প্রাইজ ছিল ১ কোটি রুপি। তামিমের বেইজ প্রাইজ ৫০ হাজার রুপি। এছাড়া মাহমুদুল্লাহ ও সোহাগ গাজীর সর্বনিম্ন মূল্য ছিল ৩০ হাজার রুপি। এবারই প্রথম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে ডলারের পরিবর্তে রুপিতে। গতকাল নিলামের প্রথম দিনে সর্বোচ্চ ১৪ কোটি রুপিতে ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে কিনেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ভারতীয় তারকা ব্যাটসম্যান দিনেশ কার্তিককে সাড়ে ১২ কোটি রুপিতে কিনেছে দিলি্ল ডেয়ার ডেভিলস। ৯ কোটি রুপিতে ইংলিশ তারকা কেভিন পিটারসেনকেও দলে নিয়েছে তারা। ভারতীয় ওপেনার মুরালী বিজয়কেও দলে নিয়েছে দিলি্ল। তার দাম উঠেছিল ৫ কোটি রুপি। অসি ওপেনার ডেভিড ওয়ার্নারকে সাড়ে ৫ কোটি রুপিতে দলে নিয়েছে সান রাইজার্স হায়দরাবাদ। একই দামে আরেক অসি বোলার মিচেল জনসনকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম দিনে অবিক্রীত ছিল মাহেলা জয়বর্ধনে, তিলকারত্নে দিলশান, রস টেলর, ম্যাথুস ওয়েড, কুশল পেরেরা ও আজহার মাহমুদের মতো তারকা ক্রিকেটাররা। আজ আবার তাদেরকে নিলামে তোলা হবে।

 

 

 

 

সর্বশেষ খবর