শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

বিশ্বব্যাংকের গবেষণা ভিত্তিহীন

ড. আকবর আলি খান

বিশ্বব্যাংকের গবেষণা ভিত্তিহীন

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ নিয়ে বিশ্বব্যাংকের গবেষণা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান। তিনি বলেন, বিশ্বব্যাংক এমন সব উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করে, যাতে বাংলাদেশের বাস্তবতা প্রতিফলিত হয় না। ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) 'বাংলাদেশ ২০১৩ : গভর্নেন্স, ট্রেন্ডস অ্যান্ড পারসেপশন' শীর্ষক গবেষণা প্রকাশনা অনুষ্ঠানে গতকাল তিনি এসব কথা বলেন। পিপিআরসি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির দেওয়া বক্তব্যে সাবেক উপদেষ্টা আকবর আলি খান বলেন, 'বাংলাদেশে সুশাসনের ঘাটতি রয়েছে এ কথা ঠিক। কিন্তু বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আমাদের নিজস্ব মানদণ্ড দরকার। এ ক্ষেত্রে বিশ্বব্যাংকের মানদণ্ড আমাদের জন্য প্রযোজ্য নয়।' এই অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশ নিয়ে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এ উপদেষ্টা আরও বলেন, গবেষণার জন্য বিশ্বব্যাংক যেসব উৎস থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে, তা আরও বাস্তবসম্মত হতে হবে। কারণ বিশ্বব্যাংকের সংগৃহীত তথ্য-উপাত্তে বাংলাদেশের প্রকৃত চিত্র বা বাস্তবতা প্রতিফলিত হয় না।

পিপিআরসির নির্বাহী সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর প্রমুখ।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর