শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা
আ মরি বাংলা ভাষা

ভাষা ও স্বাধীনতা আন্দোলনের চেতনা থেকে ছিটকে পড়ছি

আবুবকর সিদ্দিক

ভাষা ও স্বাধীনতা আন্দোলনের চেতনা থেকে ছিটকে পড়ছি

আমাদের সততা, নিষ্ঠা বড্ড কাগুজে হয়ে গেছে। ভাষাপ্রেম, দেশপ্রেম দিনে দিনে কমে যাচ্ছে। ভাষাচর্চা, সাহিত্যচর্চার ক্ষেত্রেও একই অবস্থা। সৃজনশীল সাহিত্যের প্রকাশক নেই। মৌলিক সৃষ্টির কদর নেই। সাহিত্য প্রকাশনাও বাণিজ্যে ঝুঁকে পড়ছে। কেবল ফেব্রুয়ারি মাস এলে আমাদের মধ্যে আবেগ কাজ করে; ভাষাপ্রীতি জেগে ওঠে। অথচ রাষ্ট্রভাষা বাংলার জন্য এ জাতি রক্ত দিয়েছে। ভাষাশহীদদের ত্যাগের কথা অনেকেই ভুলে যায়। সমাজে খুন, ধর্ষণ ইত্যাদি বেড়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের নিষ্ঠা, সততা প্রশ্নবিদ্ধ। যে সততা, উদ্দীপনা, দেশপ্রেম নিয়ে ভাষা আন্দোলন কিংবা মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সে চেতনা আজ কোথায়? ১৯৫২ থেকে '৭১ কিংবা '৭১ থেকে ২০১৪- আজ এতগুলো বছর বাংলা ভাষার অবস্থান কোন পর্যায়ে তা ভেবে দেখা দরকার। আমরা কি আমাদের মহান ভাষা ও স্বাধীনতা আন্দোলনের চেতনা থেকে ছিটকে পড়ছি? এতগুলো বছর পেরিয়ে গেল বাংলা ভাষার মর্যাদা যে পর্যায়ে পেঁৗছানোর কথা- তা হয়নি। এখানে আমাদের আন্তরিকতার অভাব। ভাষাপ্রেম, দেশপ্রেম বাড়ানোর একটিই উপায়, জাতীয় প্রতিষ্ঠানগুলো ঐক্যবদ্ধ করে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ ও গবেষণা পরিচালনা করা। বিশ্বসাহিত্যে বাংলা ভাষার অবদান কতটুকু, তাও মূল্যায়ন করা দরকার। আমাদের প্রকাশকরা মৌলিক বই ছাপতে চান না। বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের লক্ষ্যও বাণিজ্য। এত বাণিজ্যচিন্তা থাকলে জাতির চিন্তা, মননশীলতার বিকাশ কীভাবে ঘটবে? জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমির প্রধান বার্ষিক কাজ বইমেলা; অন্যান্য প্রকাশনীরও লক্ষ্য বইমেলা। ফেব্রুয়ারি মাস এলেই সবার চটকদারি বেড়ে যায়। এ জন্য আমরা ব্যক্তিগতভাবে দায়ী, সমষ্টিগতভাবে দোষী; একাডেমিক প্রতিষ্ঠানগুলোও দায়ী। ভাষা ও দেশ প্রেম বাড়াতে নতুন করে সম্মিলিত প্রচেষ্টা দরকার। গ্রন্থনা : শেখ মেহেদী হাসান

 

 

সর্বশেষ খবর