শিরোনাম
রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ ০০:০০ টা

স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না : ফখরুল

হত্যা-গুমের মাধ্যমে বিরোধী দল নিশ্চিহ্ন করে সরকারের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন কখনো পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলন-পীড়ন চালিয়ে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে এ দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন  কোনোদিনই পূরণ হবে না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সিরাজগঞ্জে বিএনপি কর্মী জাহাঙ্গীরকে হত্যার নিন্দা জানিয়ে মির্জা আলমগীর বলেন, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন এক মাস আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম হন। আজ তার লাশ পাওয়া  গেছে। এ ছাড়া উপজেলা নির্বাচনের প্রাক্কালে গাইবান্ধা জেলাধীন সুন্দরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. মশিউর রহমান সবুজ, টাঙ্গাইল সাদ’ত কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা প্রদীপকে পুলিশ গ্রেফতার করে। এসব ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম করা হচ্ছে। পরে তাদের লাশ নদীর ধারে কিংবা ধানক্ষেতে অথবা রাস্তার ধারে  ফেলে রাখা হচ্ছে।
সিরাজগঞ্জের জাহাঙ্গীর হোসেন ছিলেন মালয়েশিয়া প্রবাসী শ্রমিক। ছয় মাস আগে তিনি দেশে ফিরেছেন, অথচ তাকে লাশ হতে হলো। বিরোধী দলের নেতা-কর্মীদের লাগামহীনভাবে গ্রেফতার করে কারাগারে আটকে রাখা বর্তমান অবৈধ সরকারকে যেন নেশাগ্রস্ত করে তুলেছে। জাহাঙ্গীর হোসেন হত্যার সঙ্গে সংশ্লিষ্টদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তিনি।

সর্বশেষ খবর