শিরোনাম
রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

*********

জাতীয় পার্টির নেতা ও সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ তদন্তে মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কাছে অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে অবৈধ উৎসের মাধ্যমে তিনি যে অর্থ আয় করেছেন তার একটি অংশ দেশের বাইরে পাচার করেছেন। যুক্তরাজ্যের ব্যাংকে তার একটি যৌথ অ্যাকাউন্ট থাকার অভিযোগ এসেছে সংস্থাটিতে। অর্থের পরিমাণ জানতে এবং তা ফেরত আনতে সহযোগিতার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে সমঝোতামূলক আইনি সহায়তার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে তার সম্পদ বেড়েছে প্রায় আটগুণ। আয় বেড়েছে ১৩ গুণের বেশি। শীঘ্রই এ সংসদ সদস্যের অভিযোগের বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কয়েকটি ব্যাংকের কাছে তার অ্যাকাউন্টের তথ্য নেওয়া হবে। এছাড়া তার সম্পদের হিসাব চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড, রাজউক, ঢাকা ও পটুয়াখালী জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হচ্ছে। অন্যদিকে বিদেশের আর কোন কোন ব্যাংকের মাধ্যমে তিনি অর্থ পাচার করেছেন তাও খতিয়ে দেখবে কমিশন। জাতীয় পার্টির এ নেতার বিরুদ্ধে সম্পদ গোপনের অভিযোগও রয়েছে। জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় অনেক সম্পদের তথ্যই নেই হাওলাদারের।

 

সর্বশেষ খবর