শিরোনাম
রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

কেউ বলতে পারবে না রাজাকার

কেউ বলতে পারবে না রাজাকার

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'আমি রাজাকার ছিলাম এ কথা পৃথিবীর কেউই বলতে কিংবা প্রমাণ দিতে পারবে না। অথচ খালেদা জিয়ার ছেলে লন্ডনে বসে আমার সম্পর্কে এমন আজগুবি কথা আবিষ্কার করলেন। তিনি এমন কথা কোথায় পেলেন বুঝলাম না।' মন্ত্রী গতকাল দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় এ কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের কথা শুনে অনেকেই এক হাজার কোটি, কেউ ১০০ কোটি টাকার মানহানি মামলা করার পরামর্শ দিয়েছেন। তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, তার মাথা সম্ভবত খারাপ হয়ে গেছে। বিভিন্ন মহল দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছে। দেশে মারামারি-কাটাকাটির পাঁয়তারা করছেন তারা। তিনি জোর দিয়েই বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ হোক তা হতে দেবে না। তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে আরও বেশি নজরদারির আহবান জানান।

-কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

 

সর্বশেষ খবর