রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

সন্ত্রাসী মোশা বাহিনী সদস্যদের গ্রেফতারের নির্দেশ এমপির

সন্ত্রাসী মোশা বাহিনী সদস্যদের গ্রেফতারের নির্দেশ এমপির

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার শত শত নিরীহ এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোশাররফ হোসেন মোশাসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। বাংলানিউজ। গতকাল দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী জমিদারবাড়িতে নাওড়ার নিরীহ ও সাধারণ মানুষের নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর মোশাসহ তার বাহিনীকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন এমপি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মিয়া বলেন, 'এমপি মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন মোশাররফ বাহিনীকে গ্রেফতার করতে। শুধু মোশাররফ বাহিনী নয়, এখানে যারা সন্ত্রাস করবে তাদের গ্রেফতার করতেও বলেছেন।'এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে, নাওড়ার মূর্তিমান আতঙ্ক মোশাররফ হোসেন মোশাসহ সাখাতুল্লা, তাজুল, মোক্তার, বদি, সেলিম, রিপন, দেলোয়ার, সুরেশ, আনোয়ার, নাজমুল, আব্বাস, রাজীব, মোজারুল, আবুলসহ এ বাহিনীর সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নাওড়াসহ আশপাশ এলাকার নিরীহ ও সাধারণ মানুষ। এ বাহিনীর ভয়ে শত শত মানুষ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, নারী নির্যাতন, মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদ করতে গেলেই এলাকাবাসী এ বাহিনীর হামলার শিকার হয়। দীর্ঘদিন ধরে মোশাবাহিনীর বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ ও আন্দোলন সংগ্রাম করে গেলেও তার সন্ত্রাস থেমে নেই। মোশাসহ তার বাহিনীর সদস্যরা একাধিকবার জেল খেটেছেন। জেল থেকে বের হয়ে ফের সন্ত্রাসে জড়িয়ে পড়েন। কয়েক মাস মোশাররফ হোসেন মোশা জেলহাজতে থাকার সময় নাওড়াসহ আশপাশ এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এলেও জেল থেকে বের হওয়ার পর ফের আতঙ্কে দিন কাটাচ্ছে নিরীহ ও সাধারণ মানুষ। গতকাল দুপুরে মুড়াপাড়ার ঐতিহ্যবাহী জমিদারবাড়িতে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়াসহ স্থানীয় নেতাদের এক আলোচনা সভা চলছিল। সভাস্থলে নাওড়াসহ আশপাশ এলাকার শত শত বিক্ষুব্ধ নারী-পুরুষ অবস্থান নেন। সেখানে তারা দফায় দফায় বিক্ষোভ করেন এবং গোলাম দস্তগীর গাজীর কাছে মোশাসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান। এ সময় এলাকাবাসীর অভিযোগ শুনে সংসদ সদস্য মোশাসহ তার বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। সংসদ সদস্যের এমন আশ্বাসে এলাকাবাসী শান্ত হয়ে ফিরে যায়। সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, নাওড়াসহ আশপাশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সে ব্যবস্থা নেওয়া হবে। মোশাররফসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা হবে। সন্ত্রাসীরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।

 

 

সর্বশেষ খবর