রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

**************

দশম দিনে পা রেখেছে বিশ্বকাপ ফুটবল। এর মধ্যে জমে উঠেছে ফুটবল মহাযজ্ঞ। প্রতিদিনই জন্ম দিচ্ছে একের পর এক চমক। প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই বিদায় নিয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ইংল্যান্ড। আগামী ২৪ জুন বাদ পড়বে ইতালি ও উরুগুয়ের যে কোনো একটি। ফলে প্রথম রাউন্ডের বেড়া টপকানো হচ্ছে না তিন বিশ্বচ্যাম্পিয়নের। এমন সমীকরণের বিশ্বকাপে জমে উঠেছে 'ই' গ্রুপের খেলা। এই গ্রুপ থেকে নকআউট পর্ব প্রায় নিশ্চিত সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের। বাকি দলের লড়াইয়ে রয়েছে তিন দলই। সেটা নির্ধারিত হবে ২৫ জুন। কাল ভোরে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর আশা টিকিয়ে রেখেছে ল্যাটিন আমেরিকার দেশ ইকুয়েডর। ফ্রান্সের কাছে বড় ব্যবধানে হেরেও টিকে রয়েছে সুইজারল্যান্ডের আশা। টানা দুই ম্যাচ হারলেও টানেলের শেষ প্রান্তের আলো দেখার মতো সুক্ষ্ম একটি আশা রয়েছে হন্ডুরাসের।

প্রথম ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে ১-২ গোলে সুইজারল্যান্ডের কাছে হেরেছিল ইকুয়েডর। কাল পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়ে ল্যাটিন দলটি। ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কিন্তু স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়ার ব্যর্থতায় এগিয়ে যেতে পারেনি। এর মধ্যে ৩১ গোল পেয়ে যায় হন্ডুরাস। স্ট্রাইকার কার্লো কোস্তলি এগিয়ে নেন মধ্য আমেরিকার দেশটিকে (১-০)। তার গোলেই অবসান হয় বিশ্বকাপে হন্ডুরাসের ৩২ বছর অপেক্ষার। ১৯৮২ সালের ২১ জুন উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল হন্ডুরাস। এরপর বিশ্বকাপে আর কোনো গোল পায়নি দেশটি। আশ্চর্য হলেও সত্যি, ওই ম্যাচে খেলেছিলেন কোস্তলির বাবা অ্যালান অ্যান্থনি কোস্তলি। কোস্তলির গোলে এগিয়ে যাওয়াটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হন্ডুরাস। ৪২ মিনিটেই সমতা আনে ইকুয়েডর। কার্লোস পারদেশের শট ঠেকিয়ে দেন হন্ডুরাসের গোলরক্ষক। ফিরতি বলে সমতা আনেন ভ্যালেন্সিয়া (১-১)। সুইজারল্যান্ড ম্যাচেও গোল করেছিলেন তিনি। অবশ্য প্রথমার্ধের শেষ দিকে একটি গোল পেয়েছিল হন্ডুরাস। কিন্তু জেরি বেংটসনের হাতে লাগায় গোলটি বাতিল করেন রেফারি। এতে করে রেফারির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন হন্ডুরাসের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে খেলা। ৬৫ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ভ্যালেন্সিয়া। ওয়াল্টার আইয়োভির ফ্রি কিকে চমৎকার হেডে গোল করেন ভ্যালেন্সিয়া (২-১)। আসরে এটা ভ্যালেন্সিয়ার তৃতীয় গোল। তিন গোল করে এখন পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন ফ্রান্সের করিম বেনজামা, জার্মানির থমাস মুলার, নেদারল্যান্ডসের আরিয়েন রোবেন ও রবিন ফন পার্সি।

 

 

সর্বশেষ খবর