রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

সংলাপের তাগিদ জাতিসংঘের

সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে শুক্রবার ভোরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠকে বান কি মুন এ আহ্বান জানিয়েছেন। গতকাল ঢাকাস্থ জাতিসংঘ সংস্থা ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারির নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা না হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তিনি সংসদের বাইরের বিরোধী দলগুলোকে নিয়ে সংলাপের ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সমপ্রীতি এগিয়ে নেওয়াকে উৎসাহিত করেছেন। ১৯ জুন অনুষ্ঠিত ওই বৈঠকে আবদুল হামিদ ও বান কি মুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, মৃত্যুহার কমানো ও চরম দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্য নিয়ে আলোচনা করেন। বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে ধন্যবাদ জানান বান কি মুন। রাষ্ট্রপতি জাতিসংঘ মহাসচিবকে জানান, আগামী সেপ্টেম্বরে জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর