রবিবার, ২২ জুন, ২০১৪ ০০:০০ টা

বুধবার আসছেন সুষমা

বুধবার আসছেন সুষমা

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী বুধবার ঢাকা আসছেন। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার সফরের দিন ঘোষণা করেছে। বুধবার এসে শুক্রবার তিনি ফিরে যাবেন। ৩৬ ঘণ্টার কিছু বেশি সময় তিনি ঢাকায় কাটাবেন। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এটাই তার এককভাবে প্রথম বিদেশ সফর। কূটনৈতিক সূত্রের খবর, সুষমার এ সফরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয়ে নতুন করে আলোচনা শুরুর আশা করছে ঢাকা ও দিল্লি। বাংলাদেশের সঙ্গে ভারতের, বিশেষত মোদি সরকারের 'কূটনৈতিক সম্পর্কের নয়া মোড়' তৈরির প্রাথমিক দিকনির্দেশনা ও একটি কৌশলপত্র তৈরি করতেই বিজেপি সরকারের তরফ থেকে সুষমা স্বরাজের এই সফর বলে সংশ্লিষ্টরা বলছেন। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানানোও তার এ সফরের অন্যতম উদ্দেশ্য। এই সফরে দুই দেশের মধ্যে আগে স্বাক্ষর হওয়া ভিসা সহজীকরণ চুক্তির বেশ কয়েকটি ধারা বাস্তবায়নের ঘোষণাও দিতে পারেন সুষমা স্বরাজ। এর বাইরে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল যোগাযোগ আরও বাড়ানোর উপায় নিয়েও কথা বলবেন তিনি। জানা গেছে, সুষমা স্বরাজের সফরের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বাংলাদেশকে এরই মধ্যে অবহিত করা হয়েছে। প্রাথমিক ওই ধারণাপত্রের মধ্যে রয়েছে দুই দেশের যোগাযোগ ব্যবস্থার আরও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ। এ ছাড়া কংগ্রেস সরকারের আমলে বাংলাদেশকে দেওয়া ভারতের এক বিলিয়ন ডলার ঋণের চলমান প্রকল্পসহ দুই দেশের মধ্যকার চলমান বিভিন্ন বিষয়ই আলোচনায় উঠবে। এ ছাড়া উত্তরপূর্ব রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিশেষত ত্রিপুরা, মিজোরাম ও আসামের সঙ্গে স্থলপথে যোগাযোগে বাংলাদেশের সড়কব্যবস্থাকে ব্যবহারের প্রস্তাবও থাকবে এই আলোচনায়। উত্তরপূর্ব ভারতের সাত রাজ্যের সঙ্গে ভারতের পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে মোদি সরকারের আগ্রহের কথাও বাংলাদেশকে জানাবেন তিনি। সুষমার সফরে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন একটি মাত্রা দিতে আগ্রহী মোদি সরকার। তবে বাংলাদেশের তরফ থেকে বাণিজ্য বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করার আগ্রহের পাশাপাশি তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও স্থল সীমান্ত চুক্তিকে লোকসভায় অনুমোদনের প্রস্তাব থাকবে সুষমার কাছে।

কূটনৈতিক সূত্রের দাবি, ভারতের উত্তরপূর্বের সঙ্গে কলকাতার যোগাযোগ আরও বাড়াতে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহারের প্রস্তাব দেবেন তিনি। বিশেষত দক্ষিণ আসাম ও ত্রিপুরায় যাতায়াতের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের প্রস্তাব দিতে যাচ্ছেন তিনি। যোগাযোগ বাড়াতে ভারতের আগের কংগ্রেস সরকারের ট্রানজিট প্রস্তাবটি এবারও নতুন করে বাংলাদেশের কাছে তুলে ধরবেন তিনি। বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের পণ্যবাহী ট্রাক চলাচল করার প্রস্তাবে বাংলাদেশ রাজি না হলে সেক্ষেত্রে ভারতীয় পণ্য বাংলাদেশিদের মালিকানার ট্রাকে পরিবহন করারও প্রস্তাব দেবেন সুষমা স্বরাজ। উত্তরপূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ সহজ করতেই তার এবারের সফরকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, ২৫ জুন সকালে সুষমা স্বরাজের ঢাকা পেঁৗছার প্রাথমিক দিন নির্ধারিত হয়েছে। সেই অনুযায়ী সফরের সূচি তৈরির জন্য নয়াদিল্লি থেকে বাংলাদেশকে জানানো হয়েছে। আপাতত দুই দিনের জন্য এই সফরের কথা রয়েছে। ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লি সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে তিনি বাংলাদেশের বিদেশমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে আলোচনা করবেন। এর বাইরে সুষমা স্বরাজের সঙ্গে বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।

 

 

 

সর্বশেষ খবর