মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লতিফের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার আরেকটি মামলায় বহিষ্কৃত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মেহের নিগার এই আদেশ দেন। গত ২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে আলহাজ লায়ন মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এই মামলাটি দায়ের করেন। ওইদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামির প্রতি ২০ অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু সমনের তারিখ অনুযায়ী লতিফ সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় হাকিম তাকে গ্রেফতার করার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৭ নভেম্বরের মধ্যে আসামি লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। এ ছাড়া লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মামলাটিসহ হজ, তাবলিগ জামাত নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকার আদালতে মোট ৬টি মামলা হয়। সব মামলাতেই তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আসামি লতিফ সিদ্দিকীর টাঙ্গাইলের কালিহাতির ছাতিহাটি গ্রামের ঠিকানায় আদালত গ্রেফতারি পরোয়ানা পাঠানোর আদেশ দেন। এদিকে পিরোজপুর প্রতিনিধি জানান, আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ ও তাবলিগ জামাতের প্রতি কটাক্ষ করায় গতকাল দায়ের করা মামলাটি পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিয়া আমলে নিয়ে ২৬ অক্টোবর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন।

সর্বশেষ খবর