বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা
স্মরণ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের ৮৬তম জন্মদিন আজ। কবি শামসুর রাহমান বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, বাংলা কবিতা নির্মাণকলার অন্যতম সিদ্ধপুরুষ। তার স্বাধীনতার কবিতামালা চিরকাল পাঠকের কাছে উজ্জীবনের উৎস হয়ে থাকবে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। বিকালে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘শামসুর রাহমান : রূপ-রূপান্তরের কবি’ শীর্ষক এই বক্তৃতানুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক শান্তনু কায়সার। সব্যসাচী লেখক ও বাংলা একাডেমির ফেলো সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। অনুষ্ঠানে বক্তারা বলেন, কবি শামসুর রাহমান রূপান্তরশীল কবি। তার বিচিত্র মাত্রার সৃষ্টি ক্রম-রূপান্তরেরই সার্থক সাক্ষ্য। নিজস্ব বিষয়, ভাষা ও শৈলীর অন্বেষার পাশাপাশি মানুষের সংগ্রাম ও স্বপ্নশীল সত্তা তার কবিতায় অনন্য রূপদক্ষতায় ফুটে ওঠেছে। বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি-মুক্তিযুদ্ধ ও আমাদের সব গণতান্ত্রিক সংগ্রামের আভায় শামসুর রাহমানের কবিতা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠেছে। তার স্বাধীনতার কবিতামালা চিরকাল পাঠকের কাছে উজ্জীবনের উৎস হয়ে থাকবে।
আজ বিকালে বাংলা একাডেমির রবীন্দ্রচত্বরে জাতীয় কবিতা পরিষদ এবং শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে শামসুর রাহমানের জন্মদিন উদযাপন করবে। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন কবি হাবীবুল্লাহ সিরাজী। আলোচনায় অংশগ্রহণ করবেন সালেহ চৌধুরী, শামসুজ্জামান খান ও অধ্যাপক কায়সার হক। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সন্ধ্যায় সাংস্কৃতি পর্বে রয়েছে কবিতা পাঠ, কবির কবিতা থেকে আবৃত্তি, সংগীত এবং নৃত্যানুষ্ঠান।

সর্বশেষ খবর