বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লতিফের সর্বোচ্চ শাস্তি চান শফী

লতিফের সর্বোচ্চ শাস্তি চান শফী

মহানবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করে বক্তব্যদানকারী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী। পাশাপাশি তিনি ধর্ম অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে কঠোর আইন পাস করার দাবিও জানান। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরার পর গতকাল সংবাদপত্রে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন। এদিকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা এস এম বাদশা মিয়া। এদিকে লতিফ সিদ্দিকীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে চরমোনাই পীর প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ। ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনটির নেতারা লতিফ সিদ্দিকী দেশে না ফিরলে নাগরিকত্ব বাতিল এবং সম্পদ বাজেয়াপ্তের দাবি করেছে। আর দেশে ফিরলে ফাঁসির দাবি করেছে। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বরিশাল, কুড়িগ্রাম, লালমনিরহাট, গোপালগঞ্জ ও লক্ষ্মীপুরেও। কুড়িগ্রামে বক্তার ইন্টারপোলের মাধ্যমে লতিফ সিদ্দিকীকে দেশে নিয়ে এসে নাগরিকত্ব বাতিল করে তাকে ফাঁসিতে ঝুলানোর দাবি জানান। বরিশালে বেলা সাড়ে ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী। লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি ও নাগরিকত্ব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে লালমনিরহাট ও গোপালগঞ্জের ইসলামী আন্দোলনের নেতারা।

 

সর্বশেষ খবর