বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

লিমনের পা হারানো দুর্ঘটনা

লিমনের পা হারানো দুর্ঘটনা

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ঝালকাঠির তরুণ লিমন হোসেনের পঙ্গুত্বের জন্য ‘দায়ী র‌্যাব সদস্যদের’ বিচারের দাবি জানানোর মধ্যেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন, সাড়ে তিন বছর আগে লিমনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি ছিল ‘নিছক দুর্ঘটনা’। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘একজন কুখ্যাত সন্ত্রাসীকে ধরতে গিয়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। দুর্ভাগ্যক্রমে গুলিটা লিমনের পায়ে লেগে যায়। এটা একটা নিছক দুর্ঘটনা।’ বিডিনিউজ। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আহত হন লিমন হোসেন। সে সময় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী লিমনকে বাঁচাতে একটি পা কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। ওই ঘটনায় লিমনকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে র‌্যাব দুটি মামলাও দায়ের করে, যা সাড়ে তিন বছর ঝুলিয়ে রাখার পর সম্প্রতি প্রত্যাহার করা হয়। অন্যদিকে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে মামলা করেন লিমনের মা হেনোয়ারা বেগম, যার নিষ্পত্তি আজও হয়নি। লিমনের নামে মামলা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মঙ্গলবার এইচআরডব্লিউর এক বিবৃতিতে বলা হয়, ‘যে সব র‌্যাব সদস্য লিমনকে গুলি করেছিলেন, যাতে সে স্থায়ী পঙ্গু হয়ে যায়, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। পাশাপাশি তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ এনে যারা বিচার প্রক্রিয়াকে ভুল পথে চালিত করেছিল তাদেরও বিচার করা দরকার।’- নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর