শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে হত্যা কলেজছাত্রকে

পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে হত্যা কলেজছাত্রকে

রাজশাহীর দুর্গাপুরে পুলিশ পরিচয়ে ঘুম থেকে ডেকে তুলে রাজু আহমেদ (২৫) নামের এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত দেড়টার দিকে দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাজু ওই গ্রামের আবদুল করিমের ছেলে। এ ঘটনার পর গতকাল সকালে ভবানীপুর গ্রামের কুয়েত প্রবাসী ওয়াজ নবীর স্ত্রী গৃহবধূ রিমা খাতুনকে (৩২) আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ষাটোর্ধ্ব শাহীনা বেগম জানান, বুধবার রাত দেড়টার দিকে ৭-৮ জন তাদের বাড়িতে এসে পুলিশ পরিচয়ে ডাকাডাকি শুরু করে। এ সময় তার ছোট ছেলে শহীদুল ইসলামকে ডাক দেয়। তখন তিনি ঘর থেকে বাইরে এলে দুর্বৃত্তদের সঙ্গে শাহীনার কথা কাটাকাটি শুরু হয়। যুবক রাজু ঘুম থেকে উঠে বাইরে আসতেই শহীদুল ভেবে তারা রাজুকে গুলি করে। শাহীনা বেগম ফারুক নামের একজনকে চিনতে পারেন। গুলির পর পরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় রাতেই রাজুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা ও কুয়েত প্রবাসী ওয়াজ নবীর স্ত্রী রিমার অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য রিমাকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর