শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরু খোকার

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচার শুরু খোকার

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ২০০৮ সালের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে এই মামলা বাতিল চেয়ে সাদেক হোসেন খোকা হাইকোর্টে আবেদন করেন। দীর্ঘদিন নিম্ন আদালতের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত ছিল। সম্প্রতি উচ্চ আদালতে খোকার আবেদন বাতিল হওয়ায় অভিযোগ গঠনের শুনানি হয়। কিন্ত গতকাল খোকা আদালতে উপস্থিত না থাকায় তার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী মো. মহসীন মিয়া। শুনানি শেষে খোকার সেই আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, সাদেক হোসেন খোকা ৯ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তথ্য গোপন করেছেন। পাশাপাশি মামলায় তার স্ত্রী মিসেস ইসমত আরাকেও আসামি করা হয়েছে। তবে অভিযোগপত্র দাখিলের পূর্বে হাইকোর্ট তার অংশের মামলার কার্যক্রম স্থগিত করায় তার অংশের তদন্তও স্থগিত রয়েছে। এছাড়া মামলায় খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেক আসামি থাকলেও তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে ২০০৭ সালের ৬ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় এই মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. শামসুল আলম।

সর্বশেষ খবর