শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

নিজামীর মৃত্যুদণ্ডের আদেশের পরিবর্তন চায় অ্যামনেস্টি

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিক্রিয়া পাওয়া গেছে। স্টেট ডিপার্টমেন্টের প্রতিদিনের ব্রিফিংয়ে এসেছে এই প্রসঙ্গ। সেখানে আন্তর্জাতিক মান বজায় রাখার কথার পাশাপাশি বলা হয়েছে, এ বিচারের মাধ্যমে বাংলাদেশের বেদনাদায়ক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। অন্যদিকে অ্যামনেস্টির পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত হয়ে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। বুধবার নিজামীর ফাঁসির দণ্ডাদেশ হওয়ার পর ওয়াশিংটনের প্রতিদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে মুখপাত্র জেন সাকির কাছে প্রশ্ন করেন- নিজামীর সমর্থকরা এই আদেশের বিরোধিতা করছেন। যুক্তরাষ্ট্র কি এ বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ মনে করে? উত্তরে জেন সাকি বলেন, “১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধে যুদ্ধাপরাধের সঙ্গে জড়িতদের বিচারের প্রথম রায়ের সময় থেকেই আমরা বলে আসছি, যুদ্ধাপরাধে দায়ীদের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে আমাদের (যুক্তরাষ্ট্র) সব সমর্থন আছে। আমরা এ বিচারের গুরুত্ব বুঝতে পারি। এর মাধ্যমে বাংলাদেশ ও বাংলাদেশি ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের সমাপ্তি হচ্ছে।
মৃত্যুদণ্ডের পরিবর্তন চায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের শাস্তি পরিবর্তনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থার এক বিবৃতিতে বলা হয়- বিচার প্রক্রিয়ায় সুবিচারের মানদণ্ড মেনে চলা হয়নি বলে আসামিপক্ষ বার বার উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফয়েজ বলেন, মতিউর রহমান নিজামী ও অন্যদের মৃত্যুদণ্ডের শাস্তি পরিবর্তন করা উচিত। কারণ মৃত্যুদণ্ড নিষ্ঠুর, অমানবিক ও অমর্যাদাকর শাস্তি। এটা ন্যায়বিচার দেওয়ার প্রক্রিয়া হতে পারে না। স্বাধীনতাযুদ্ধের সময় যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো ভয়ঙ্কর আর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচারপ্রাপ্তির বিষয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মৃত্যুদণ্ড শুধু সহিংসতার ধারাকেই স্থায়ী করবে।

সর্বশেষ খবর