শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

রাজাকারের তালিকা প্রকাশ হবে

রাজাকারের তালিকা প্রকাশ হবে

হরতালবিরোধী বিক্ষোভ সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শীঘ্রই মুক্তিযুদ্ধে গণহত্যা সংঘটনকারী রাজাকার, আলবদর বাহিনীর তালিকা প্রকাশ করবে সরকার। বিষয়টি প্রক্রিয়াধীন। প্রতিটি আলবদর সদস্যের বিচার বাংলার মাটিতে বাস্তবায়ন করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। আলবদর বাহিনীর প্রধানকে যারা মন্ত্রী বানিয়েছিল জনতার আদালতে তাদেরও বিচার হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বিভিন্ন সংগঠন হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। সমাবেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধাপরাধীদের শাস্তি কমাতে সুপারিশ করছে। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের শামিল। এটা আদালত অবমাননারও শামিল। এদিকে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে গতকাল মাঠে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করেছেন তারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান, জিরোপয়েন্ট, মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকালে দফায় দফায় হরতাল বিরোধী মিছিল করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, স্বাধীনতা পরিষদ, ছাত্রলীগ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ও উত্তর, সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট, সড়ক পরিবহন শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ২৩টি সংগঠন। এতে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুবলীগ  চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, ইসমাইল চৌধুরী সম্রাট, শাহে আলম মুরাদ, আবদুল হক সবুজ প্রমুখ। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মুক্তিযোদ্ধাদের অপমান করে খালেদা জিয়া আলবদর নেতা নিজামী-মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। তার বিচারও করা হবে। -নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর