শুক্রবার, ৩১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দুলুর যত প্রস্তুতি

দুলুর যত প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নাটোরে সংবর্ধনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজা থেকে রাজশাহীর সীমানা, অন্যদিকে বগুড়ার নন্দীগ্রাম ও পাবনার দাশুরিয়া পর্যন্ত নির্মাণ করা হয়েছে তিন শতাধিক তোরণ ও শত শত ডিজিটাল বোর্ড। আগামীকাল নাটোরে ২০-দলীয় জোটের মহাসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহাসড়কে শুধু বিলবোর্ড তোরণ নয় রঙিন বাতি, রঙিন কাপড়, জাতীয় ও দলীয় পতাকায় বর্ণিল সাজের পাশাপাশি রয়েছে আলোকসজ্জা। জনসমাবেশকে আকর্ষণীয় করতে কর্মী সমর্থকরা মাঠে আলাদা রঙের পোশাক পরে অবস্থান নেবে। ছাত্রদল লাল গেঞ্জি, যুবদল সবুজ, স্বেচ্ছাসেবক দল হলুদ, ওলামা দল সাদা পায়জামা পাঞ্জাবি টুপি, কৃষক দলের মাথায় মাথাল, তাঁতি দলের গামছা, মৎস্যজীবী দল ধুতি-গেঞ্জি। জনসভা শুরুর আগে গান গাইবেন কনকচাঁপা, মনির খান ও রিজিয়া পারভীন। -নিজস্ব প্রতিবেদক

 

সর্বশেষ খবর