বুধবার, ১২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফাঁসি কার্যকরে আদালতে তাকিয়ে সরকার : আইনমন্ত্রী

ফাঁসি কার্যকরে আদালতে তাকিয়ে সরকার : আইনমন্ত্রী

জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ কার্যকর বিষয়ে সরকার সুপ্রিমকোর্টের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। গতকালের সভাটি ছিল আইনশৃঙ্খলাবিষয়ক মনিটরিং সেলের নিয়মিত সভা। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শহিদুল হক উপস্থিত ছিলেন। সভা শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কামারুজ্জামানের ফাঁসির বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি। সর্বশেষ আপডেট আসেনি। এ বিষয়ে সুপ্রিমকোর্টের দিকে তাকিয়ে আছি।’
অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিছু মামলা-মোকদ্দমা দ্রুত শেষ করা যায় কি না তা নিয়ে আলোচনা হয়েছে। যে মামলাগুলো মনিটরিং সেলে রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে গত ৩ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়েও তার মৃত্যুদণ্ড বহাল থাকে।

 

সর্বশেষ খবর