বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ভিনা মালিকের ২৬ বছর জেল

ভিনা মালিকের ২৬ বছর জেল

নানা বিতর্কের সঙ্গে ভিনা মালিকের নামটা অনেকবারই পাওয়া গেছে। সেগুলো তার জন্য পোয়াবারোই হয়েছিল। বেড়েছে জনপ্রিয়তা। কিন্তু এবারের বিতর্ক তার জন্য বয়ে এনেছে দুঃসংবাদ। গত মে মাসে নিজ দেশের জিও টিভি অনুষ্ঠানে ধর্ম অবমাননা করায় ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হলো পাকিস্তানি এই অভিনেত্রীকে। পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত এ রায় ঘোষণা করেছেন। ভিনার পাশাপাশি তার স্বামী আসাদ বশির খান খট্টাকসহ চারজনকে একই সাজা দেওয়া হয়েছে। অন্য দুজন হলেন টিভি চ্যানেলের স্বত্বাধিকারী মীর শাকিল-উর-রহমান ও অনুষ্ঠানের সঞ্চালক শায়েস্তা ওয়াহিদি। জিও টিভির প্রভাতী অনুষ্ঠানে একদল সুফি সংগীতশিল্পী ভক্তিমূলক গান পরিবেশনের সময় বশিরকে নিয়ে নেচেছিলেন ভিনা। এ দৃশ্য প্রচারের পর ইসলামাবাদ, করাচি ও পাকিস্তানের অন্যান্য শহরে ধর্ম অবমাননার অভিযোগ দায়ের করা হয় ভিনার বিরুদ্ধে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় টিভি চ্যানেল ও সঞ্চালক আগেই ক্ষমা চেয়েছে। ২৬ বছরের কারাদণ্ডের পাশাপাশি ভিনাসহ চারজনকে ১৩ লাখ পাকিস্তানি মুদ্রা জরিমানা করেছেন বিচারক শাহবাজ খান। আদালতের ৪০ পাতার রায়ে বলা হয়েছে, ভিনা ও অন্যরা জরিমানা পরিশোধ না করলে পাকিস্তানে তাদের সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে। আদালতের রায়ে ভিনাসহ চারজনকে গ্রেফতার করার আদেশ দেওয়া হয়েছে। যদিও তারা এখন অন্যান্য দেশে আছেন। পাকিস্তানের বৃহত্তম সংবাদমাধ্যম গোষ্ঠীর কর্ণধার মীর শাকিল-উর-রহমান থাকেন আরব আমিরাতে। সন্ত্রাসদমন আদালতের এ রায়ের বিরুদ্ধে গিলগিট-বাল্টিস্তানের উচ্চ আদালতে আবেদন করতে পারবেন ভিনা। -প্রতিদিন ডেস্ক

 

সর্বশেষ খবর