বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবকে জিজ্ঞাসাবাদ

সাবেক প্রতিমন্ত্রী মাহবুবকে জিজ্ঞাসাবাদ

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কর্মকর্তারা। এ সময় মাহবুবুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ভুল তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে এ মামলা করেছে। মামলায় অনেক তথ্য বিভ্রাট রয়েছে। মাহবুবুর রহমানের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়েছে, তিনি মোট ৫ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৭২ টাকার জ্ঞাতআয়বহিভর্ূত সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। মালিকানা অর্জনের উদ্দেশে তিনি ওই সম্পত্তির বায়না করেছেন। এ ছাড়া ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি মিথ্যা তথ্য প্রদান করেছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২১ আগস্ট রাজধানীর রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে দুদক।-নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর