বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, দেশের জনগণ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। বর্তমান সরকার গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন, প্রশাসন প্রথা ক্রমেই ধ্বংস করে চরম ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছে। ব্যক্তি-মত সংবাদপত্র, বিচার বিভাগের ওপর কর্তৃত্ব স্থাপন করেছে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা, নারী-শিশু নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে। দলীয়করণ, লুটপাট, সন্ত্রাস, দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। মানুষের আয় বাড়ছে না, অথচ জীবনযাত্রার ব্যয় ক্রমেই বাড়ছে। শাসক শ্রেণির লোকজন নদী, জমি, হাট, ঘাট দখল, টেন্ডারবাজি ও তোলাবাজিতে ব্যস্ত। তিনি গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করে বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করার কোনো যৌক্তিক কারণ নেই। জনগণের পকেট কেটে লুটপাটের প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্যই দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাম বৃদ্ধি করতে দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে হরতালসহ কঠিন কর্মসূচি দেওয়া হবে। গতকাল বাসদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯৭তম রুশ বিপ্লব বার্ষিকী উপলক্ষে বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেকুজ্জামান এসব কথা বলেন। বাসদ জেলা শাখার সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সিপিবি জেলার সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, নাসিক ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, জাহাঙ্গীর আলম গোলক, এম এ মিল্টন ও এস এম কাদির। সভার শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে।
সমাবেশ থেকে নারায়ণগঞ্জের গ্যাস সমস্যার দ্রুত সমাধান, নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় জড়িত সব অপরাধীকে বিচারের আওতায় আনা, মেধাবী শিক্ষার্থী ত্বকীসহ সব হত্যাকাণ্ডের বিচার, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডাবল ট্রেন লাইন চালু, শীতলক্ষ্যা সেতু নির্মাণ, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করাসহ ১০ দফা দাবি পেশ করা হয়। -নারায়ণগঞ্জ প্রতিনিধি