শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে নতুন অধ্যায়

দীর্ঘদিনের শত্রু দেশ কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর মধ্য দিয়ে ৫০ বছর পর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।
বুধবার হোয়াইট হাউস থেকে দেওয়া ঘোষণায় ওবামা কিউবার ওপর থেকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ১৮ মাসের গোপন আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো মঙ্গলবার একটি ফোনালাপে বন্দী বিনিময় করাসহ আরও নানা বিষয়ে একমত হন। এর মধ্যে রয়েছে- একে অপরের দেশে দূতাবাস খোলা, বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সম্পর্ক উন্নত করা। দুই নেতাই টেলিভিশনে দেওয়া ভাষণে উল্লেখযোগ্য এ পরিবর্তনগুলো বাস্তবায়নের ঘোষণা দেন। তবে কিউবার ওপর থেকে ওবামার অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠিয়ে  নেওয়ার পদক্ষেপের আপত্তি জানায় রিপাবলিকানরা। জানুয়ারি  থেকে কংগ্রেসের সিনেট এবং প্রতিনিধি পরিষদ দুই কক্ষেরই নিয়ন্ত্রণ নিতে চলা রিপাবলিকানরা কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের ঘোরবিরোধী। কিন্তু ওবামা বলছেন, কিউবাকে একঘরে করে রাখার ‘অনমনীয় এবং সেকেলে’ নীতিটি স্পষ্টতই ব্যর্থ হয়েছে। এখন সময় এসেছে নতুন দৃষ্টিকোণ থেকে কিছু করার। ওবামা জানান, ওয়াশিংটন হাভানায় একটি দূতাবাস খোলার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে কিউবায় অর্থ পাঠানোর পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বাড়বে। দুই দেশের মধ্যে মুদ্রা বিনিময় চালু করা হবে এবং মার্কিন ব্যবসায়ীদের জন্য কিউবায় পণ্য রপ্তানির সুযোগ সহজ করা হবে। তা ছাড়া, মার্কিনিদের জন্য কিউবায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাও শিথিল করা হবে। তবে কিউবার ওপর থেকে ৫০ বছরের বাণিজ্য নিষেধাজ্ঞা রাতারাতি উঠিয়ে  নেওয়া ওবামার জন্য সহজ হবে না। কারণ, এ নিষেধাজ্ঞা উঠাতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর