শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

অসুস্থ কালজয়ী গীতিকার গোবিন্দ হালদার

অসুস্থ কালজয়ী গীতিকার গোবিন্দ হালদার

এক সাগর রক্তের বিনিময়ে/ বাংলার স্বাধীনতা আনলে যারা, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, কিংবা মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি- হৃদয় স্পর্শ করা এ রকম অসংখ্য গানের স্রষ্টা গোবিন্দ হালদার। কালজয়ী এ গীতিকার এখন জীবনযুদ্ধে লড়ছেন। অর্থাভাবে ভারতের হাসপাতালে ঠিকমতো চিকিৎসাসেবাও হচ্ছে না।

প্রায় ৮৪ বছর বয়সী গোবিন্দ হালদারের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে পারছে না তার পরিবার। মেয়ে গোপা হালদার বাংলাদেশ প্রতিদিনকে জানান, গত শনিবার কলকাতার মানিকতলার জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। চিকিৎসার দায়িত্বে আছেন ডা. হাজরা। গোপা হালদার বলেন, 'প্রয়োজনীয় ওষুধসহ প্রতিদিন বাবার চিকিৎসার জন্য প্রায় পাঁচ হাজার রুপি খরচ হচ্ছে। এই খরচ বহন করা আমাদের জন্য কষ্টকর।' তিনি বাংলাদেশ সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান। গোপা হালদার আরও বলেন, 'বাবার দৃষ্টি ও স্মৃতিশক্তি কমে গেছে। আত্দীয়-স্বজনদের অনেককেই চিনতে পারছেন না। খাওয়ানোর জন্য রাইস টিউবের সাহায্য নেওয়া হচ্ছে। প্রস্রাব ও পায়খানায় সমস্যা দেখা দিয়েছে।'

পশ্চিমবঙ্গের বনগাঁওতে ১৯৩০ সালে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। স্ত্রী পারুল হালদার ও মেয়েকে নিয়ে থাকেন কলকাতায়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর