রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

পদ হারালেন দেবযানী

পদ হারালেন দেবযানী

ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে মন্ত্রণালয় তাকে ‘বাধ্যতামূলক নজরদারি’তে রেখেছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আনার পর তাকে অংশীদারিত্ব উন্নয়ন বিভাগের পরিচালকের পদ দেওয়া হয়। আগাম অনুমতি না নিয়ে ভারতের একটি টেলিভিশন চ্যানেলে (এনডিটিভি) সাক্ষাৎকার দেওয়া এবং নিজের দুই ছেলের আমেরিকার পাসপোর্টের বিষয়টি মন্ত্রালয়ের কাছে গোপন রাখার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মন্ত্রণালয় জানিয়েছে, দেবযানী এ ধরনের বিবৃতি দেওয়ার আগে কোনো অনুমতি নেননি। এদিকে, দেবযানীর সন্তানদের মার্কিন পাসপোর্ট থাকার বিষয়টি না জানানোর কারণে মন্ত্রণালয় এই প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে বলে অন্য এক সূত্র জানিয়েছে। ভিসায় পরিচারিকার বেতন সংক্রান্ত তথ্যে ভুলসহ একাধিক অভিযোগে গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে ভারতের তৎকালীন ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবড়াগাড়েকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। এমনকি তাকে বিবস্ত্র করে তল্লাশিরও অভিযোগ ছিল আমেরিকার পুলিশের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে তখন ভারত-আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। এনডিটিভি।

সর্বশেষ খবর