মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

মামলা বিলম্বিত করছেন খালেদা

মামলা বিলম্বিত করছেন খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তি করতে খালেদা জিয়ার সহযোগিতা চাইলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। রংপুরে দুই দিনের সফরের প্রথম দিনে গতকাল দুপুরে স্থানীয় আরডিআরএস মিলনায়তনে ‘দুর্নীতি প্রতিরোধে নারীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর যৌথভাবে এ সভার আয়োজন করে। সভায় দুদক চেয়ারম্যান বলেন, বেগম খালেদা জিয়াই  মামলাগুলো এগোতে দিচ্ছেন না। তিনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে মামলা বিলম্বিত করছেন। একবার উচ্চ আদালতে যাচ্ছেন। কখনো বিচারকের প্রতি তার আস্থা নেই বলে অভিযোগ করছেন। বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে তার দায়ের করা আবেদন উচ্চ আদালত খারিজও করে দিয়েছেন। তিনি বলেন, আমরা তদন্ত করে আদালতে অভিযোগ পেশ করেছি। খালেদা জিয়াসহ অন্য আসামিরা দোষী কি নির্দোষ সে রায় দেওয়ার মালিক দুদক নয়; রায় দেবেন আদালত। দোষী প্রমাণিত হলে সাজা পাবেন। নির্দোষ হলে খালাস পাবেন। আর সেজন্যই আমি খালেদা জিয়াকে অনুরোধ করব- আর নয়, অনেক বিলম্ব করেছেন। বাইরে ‘মিথ্যা’ ‘মিথ্যা’ বলে প্রচার না করে নিয়মিত আদালতে হাজির হয়ে অভিযোগ খণ্ডন করুন। এজন্য বড় বড় উকিল দিতে পারেন। উকিল দিয়ে সেটা মিথ্যা প্রমাণ করে মুক্ত হয়ে যান। দুদক চেয়ারম্যান বলেন, আমাদের সহযোগিতা করুন। তাহলে মামলায় নিশ্চিত একটা ফল জাতি জানতে পারবে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর দুদকের উপ-পরিচালক কামরুল আহসান, নারী নেত্রী হাসনা চৌধুরী প্রমুখ।
-নিজস্ব প্রতিবেদক, রংপুর

সর্বশেষ খবর