মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

সম্প্রচার কমিশন গঠন কমিটির প্রধান

সম্প্রচার কমিশন গঠন কমিটির প্রধান

জাতীয় সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশের প্রায় পাঁচ মাস পর সম্প্রচার আইন ও কমিশনের জন্য একটি কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এই কমিটির প্রধান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক গোলাম রহমান। এ কমিটি আইনের খসড়া ও কমিশন গঠনের খসড়া তৈরি করবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত কমিটি হচ্ছে ৩৯ থেকে ৪০ সদস্যের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইন কমিশনের প্রতিনিধিসহ সম্প্রচার মাধ্যম সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডাররা এ কমিটির সদস্য হবেন। কমিটির কাজ হবে- একটি আইনের খসড়া ও কমিশন গঠনের খসড়া তৈরি করা। এ কমিটি তিন মাস সময়ের মধ্যে সম্প্রচার আইন ও কমিশনের খসড়া প্রস্তাব তথ্য মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করবে। এরপর এটিকে আইনি কাঠামোতে রূপ দেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত কমিটি প্রায় চূড়ান্ত। চলতি সপ্তাহের মধ্যেই সব সদস্যকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। পরে কমিটির কাজের প্রয়োজনে আনুষঙ্গিক সব ধরনের সহায়তা তথ্য মন্ত্রণালয় প্রদান করবে। উল্লেখ্য, সরকার সম্প্রচার মাধ্যম বিশেষ করে বেতার ও টেলিভিশনের জন্য একটি নীতিমালা তৈরি করে এবং গত ৬ আগস্ট এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। নীতিমালাটি প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণমাধ্যমের স্টেকহোল্ডারদের অভিমত ছিল, সরকার এ নীতিমালার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা করছে। তারা এ নীতিমালা কার্যকর করার আগে এ সংক্রান্ত আইন ও কমিশন গঠনের দাবি করেন। জানা গেছে, এ কারণেই সরকার নীতিমালা কার্যকর করতে সম্প্রচার আইন এবং সম্প্রচার কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। -বিশেষ প্রতিবেদক

সর্বশেষ খবর